নিজস্ব সংবাদদাতা : বৃহস্পতিবার রাতে মন্দির থেকে ফেরার সময় এক বৃদ্ধাকে রাস্তার পাশে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে এক দুষ্কৃতী। এই ঘটনায় খড়গপুরের ১৩ নম্বর ওয়ার্ডে কনকদুর্গা মন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। ষাটোর্ধ্ব ঐ মহিলা রাত নটা নাগাদ পুজো সেরে মন্দির থেকে ফেরার সময় এক দুষ্কৃতি তাকে টেনে হিঁচড়ে রাস্তার পাশের জঙ্গলে টেনে নিয়ে যায় এবং গলা টিপে মারার চেষ্টা করে। মারধরও করে। বৃদ্ধা অচৈতন্য হয়ে পড়েন। বৃদ্ধা মারা গিয়েছেন ভেবে দুষ্কৃতি পালিয়ে যায়।
/anm-bengali/media/media_files/2025/03/28/1000177304-930435.jpg)
পরে রাত বারোটা নাগাদ এক পুলিশ কর্মীর নজরে পড়েন ওই বৃদ্ধা । তিনি তাকে ঘর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। শুক্রবার সকালে বৃদ্ধাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত বৃদ্ধা বিপদমুক্ত বলে জানা গিয়েছে ।