বুরন মুর্মুর বাড়িতে খগেন মুর্মু! বিক্ষোভ

নিহত বিজেপি কর্মীর বাড়িতে সাংসদ খগেন মুর্মু। দিলেন পাশে থাকার আশ্বাস। মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে বসলেন থানার সামনে। ব্যাপক উত্তেজনা রাজ্য রাজনীতিতে।

author-image
Pallabi Sanyal
New Update
১১

নিজস্ব প্রতিনিধি, মালদা : মৃত বিজেপি কর্মীর বাড়িতে সমবেদনা জানাতে গেলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু।বিজেপি কর্মী বাবাকে খুন করার অভিযোগ তৃণমূল কর্মী ছেলে ও বৌমার বিরুদ্ধে। রবিবার সকালে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করেছিল পুলিশ। বিজেপি কর্মী বুরন মুর্মুকে মারধর করে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ওঠে ছেলে বিপ্লব মুর্মু ও বৌমা শর্মিলা মুর্মু্র বিরুদ্ধে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলার বামনগোলা ব্লকের কইনা দিঘি এলাকায় শর্মিলা মুর্মু প্রার্থী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। বুরন মুর্মু প্রচার করেছিলেন বিজেপি প্রার্থীর হয়ে। বিজেপি প্রার্থীর কাছে হেরে যান শর্মিলা মুর্মু। নির্বাচন পরবর্তীতে  শনিবার রাতে বাবাকে মারধর দিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠে ছেলের বিরুদ্ধে। খুনের অভিযোগে ছেলে বিপ্লব মুর্মু এবং বৌমা শর্মিলা মুর্মু কে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের তোলা হয় মালদা জেলা আদালতে।বিজেপি কর্মী খুনের ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলে বামন গোলা থানার অন্তর্গত পাকুয়া পুলিশ ফাঁড়ির সামনে অবস্থান বিক্ষোভ বিজেপির।
উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি উজ্জ্বল দত্ত সহ অন্যান্য জেলা নেতৃত্ব। সাংসদ খগেন মুর্মু বলেন, ''বুরন মুর্মু দীর্ঘদিন ধরে বিজেপি কর্মী হিসেবে কাজ করতেন। তার উপর  হামলা হবে এমন আশঙ্কা করে পুলিশকে জানালেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। ছেলে এবং বৌমা গ্রেফতার হলেও আরো কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে।'' তাদের গ্রেপ্তারের দাবিতে তারা অবস্থান বিক্ষোভ করেন।