‘অপারেশন বানিয়ান’ চালিয়ে ভারতকে জবাব, দাবি পাকিস্তানের!
কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল ছ'টি পাক বিমানঘাঁটি! ভারতকে আর আক্রমণ না করার আহ্বান পাক বিদেশমন্ত্রীর
দিশেহারা পাকিস্তান! ইসলামাবাদের কাছে বিমানঘাঁটিতে ব্যাপক হামলা ভারতের
সাধারণ মানুষকে লক্ষ্য করে পাক হামলা অব্যাহত, শ্রীনগরে একটি বাড়িতে ভেঙে পড়ল ক্ষেপণাস্ত্র
অকারণে ভারতের নামে মিথ্যা খবর ছড়াচ্ছে! পাক সরকারের বিরুদ্ধে গর্জে উঠল আফগানিস্তানের তালিবান সরকার
সোশ্যাল মিডিয়ায় দেশের বিরুদ্ধে পোস্ট, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ সিউড়ির যুবকরা
রাতেই পাকিস্তানে বড় ধরনের হামলা! প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চস্তরের বৈঠক
'কাপুরুষ' পাকিস্তান স্কুল স্বাস্থ্যকেন্দ্রও ছাড়ছে না…তবে সেগুলোর কড়া জবাব দিচ্ছে ভারত
শুরু হয়ে গেছে যুদ্ধ, পাক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জের! রাজস্থানের সীমান্তের বাসিন্দাদের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত

ভালো কাজের স্বীকৃতি পেল কেশপুরের গ্রাম পঞ্চায়েত

৪ নম্বর গোলড় গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত করা হয়।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2025-04-10 at 19.31.54

File Picture

নিজস্ব সংবাদদাতা: ২০২৩ এর পঞ্চায়েত ভোটের আগে কেশপুরের আনন্দপুর স্কুল মাঠে দলীয় জনসভা করতে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাবেশের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেশপুর ব্লকের ৪ নং গোলড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চায়েত সদস্য মঞ্জু দলবেরাকে মঞ্চে তুলে জানিয়েছিলেন এরাই হচ্ছে আগামী দিনে কেশপুরের সৎ একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মী ও পঞ্চায়েতে মানুষের সেবক। 

২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর মনোনীত তৃণমূল কংগ্রেস প্রার্থী মঞ্জু দলেরা কে কেশপুর ব্লকের অন্তর্গত ৪ নম্বর গোলড় গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসাবে নির্বাচিত করা হয়। তারপর থেকেই পঞ্চায়েতের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পকে রূপায়ণের মধ্যে ব্লকের এক নম্বর পঞ্চায়েত হিসেবে উঠে আসেন তিনি। সেই সঙ্গে ফিফটিন ফিনান্স এর কাজ ভালোভাবে রূপায়ণ করায় জেলা স্তরে পঞ্চম স্থান অধিকার করেছে গোলড় গ্রাম পঞ্চায়েত। 

বুধবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের কার্যালয়ে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেওয়া হয় তাঁর হাতে। জেলাশাসক খুরশেদ আলী কাদরী স্বয়ং মঞ্জু দলবেরার হাতে পঞ্চায়েতে ভালো কাজের জন্য পুরস্কার তুলে দেন। কেশপুর ছাড়াও এদিন, গড়বেতা, কেশিয়াড়ি, খড়গপুর, দাঁতন ও মোহনপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতের প্রধানদেরকে পুরস্কৃত করা হয়। 

এই পুরস্কার পেয়ে মঞ্জু দলবেরা কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মঞ্জু দলবেরা বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর যেই বিশ্বাস ও ভরসা রেখেছেন, আমি তার পূর্ণ মর্যাদা রাখার চেষ্টা করেছি। আগামী দিনে আমি চাইবো আরো ভালো কাজ করতে”।