নিউজ ডেস্ক, কেশপুর: মাংসের লোভে গতবছর এই সময় কৃষি জমিতে নির্বিচারে গো-বক হত্যার ঘটনায় তোলপাড় পড়েছিল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে। ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এক ব্যক্তি। এবার এলাকায় সচেতনতার প্রচারে নামল বন দফতর।
কেশপুরের সরিষাখোলা গ্রাম পঞ্চায়েতের কলকলি, তাঁতিপুকুর, ট্যবাগেড়িয়া এলাকায় টহল দিলেন বনকর্মীরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন গোদাপিয়াশাল রেঞ্জের বনকর্মীরা। বার্তা দেন গো-বক না মারার।
স্থানীয়দের কাছ থেকে খবর পান বেশ কয়েকটি এলাকায় ফাঁদ পেতে বক ধরা হচ্ছে। তারা কারা সেই তথ্য সন্ধান করতে ওড়ানো হয় ড্রোন। তবে বনকর্মীদের টহলের বিষয় বুঝতে পেরে কয়েকজন শিকারি দৌড়ে পালিয়ে যায় বলে বনকর্মীরা জানিয়েছেন।
আনন্দপুরের বীট অফিসার শীতল ভূঁঞ্যা জানিয়েছেন, “এই সময় জমিতে প্রচুর গো-বকের দেখা মিলে। ফাঁদ পেতে ধরার চেষ্টা করে শিকারিরা। এর আগেও সচেতনতার প্রচার চালানো হয়েছিল। এদিন ফের টহল চলে। শিকারিদের ধরতে ড্রোন ওড়ানো হয়েছিল। কিন্তু বৃষ্টি চলে আসায় তা ভেস্তে যায়। কিছু শিকারি দেখতে পেয়ে পালিয়ে যায়। গো-বক ধরার ফাঁদ বাজেয়াপ্ত করা হয়েছে”। এই অভিযান আরও চলবে বলেই জানা যাচ্ছে।