পদত্যাগ নয়-কোনও অন্যায় করেনি সিদ্দারামাইয়া! ঘোষণা মন্ত্রীর

বিজেপিকে আক্রমণ করলেন কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে।

author-image
Aniruddha Chakraborty
New Update
priyank kharge editted.jpg

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কর্ণাটক হাইকোর্ট এমইউডিএ কেলেঙ্কারিতে রাজ্যপালের বিচারের জন্য রাজ্যপালের অনুমোদনকে চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার আবেদন খারিজ করে দিয়েছে।

।।,

এই বিষয়ে কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে বলেন, "আগে ওদের প্রতিবাদ করার নৈতিকতা থাকতে হবে। কীসের ভিত্তিতে সিদ্দারামাইয়ার পদত্যাগ চাইছেন তাঁরা? আদালত তদন্তের নির্দেশ দিয়েছে। যেখানে এইচ ডি কুমারস্বামীর মামলায় প্রসিকিউশনকে জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু তারা এই বিষয়ে কথা বলছে না। বি এস ইয়েদুরাপ্পার মামলা যেখানে পস্কোর অভিযুক্ত তারা এই নিয়ে কথা বলছে না। বিজেপির রাজ্য সভাপতি বি ওয়াই বিজয়েন্দ্রর বিরুদ্ধে ভুয়ো সংস্থার মাধ্যমে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে। যদি তাদের নৈতিক মূল্যবোধ অবশিষ্ট থাকে। আগে ওদের পদত্যাগ করা উচিত, তারপর সিদ্দারামাইয়া নিয়ে কথা বলা উচিত। সিদ্দারামাইয়া কোনও অন্যায় করেননি। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এজেন্ডা।"