ডেবরায় ৮৫ টি স্কুলে কন্যাশ্রীদের  "মনের কথার বক্স"

চালু হল নয়া প্রকল্প।

author-image
Adrita
New Update
এক্স

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ স্কুল পড়ুয়াদের মন চঞ্চল। কেউ বা শান্ত, কেউ বা দুষ্টু, কেউ বা বুদ্ধিমান, কেউ বা অলস। সব মিলিয়েই পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল পড়ুয়াদের জীবন ঝলমলে। তবে তার মধ্যেও কিছু কিছু সমস্যা লেগেই থাকে মেয়েদের। তাদের সঙ্গে এমন কিছু কিছু ঘটনা ঘটে যেখানে তারা মুখ খুলতে পারে না। কারও জোর করে বিয়ে, কেউ হয়ে যায় অপহরণ, কেউ আবার মানসিক চাপে আত্মহত্যাও করে নেয়। এছাড়াও অনেকের মনে অনেক কিছু বলার থাকে যা তারা প্রকাশ্যে কাউকে বলতে পারে না। তাই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লক প্রশাসনের উদ্যোগে ডেবরা ব্লকের অন্তগর্ত ৮৫ টি স্কুলকে "মনের কথা"নামক একটি প্রকল্প চালু করে। এতে চাবি তালাসহ একটি ড্রপ বক্স দেওয়া হলো।

জানা গিয়েছে, সেই বক্সটি স্কুলের একটি প্রকাশ্য জায়গায় রাখা হবে। সারাদিনে পড়ুয়ারা তাদের মনের কথা লিখিত আকারে ওই ড্রপ বক্সে জমা করবে। প্রতিদিন সেই বক্স খোলা হবে। শিক্ষক-শিক্ষিকারা যদি সেই সমস্যার সমাধান করতে না পারে তাহলে, তা ব্লক পর্যায় থেকে দেখা হবে।শুক্রবার দুপুরে ডেবরা ব্লক অফিসের তৃতীয় তলায় এর আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করেন ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী। এদিন তার সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, জয়েন্ট বিডিও দেবাশীষ বিশ্বাস, সহ ব্লকের অনান্য কর্মাধ্যক্ষ ও আধিকারিক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী জানান, ' আমরা একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে এটার শুরু করলাম। দেখা যায় কতটা সফল হই আমরা। ' 

এক স্কুলের শিক্ষিকা জানান, ' ব্লকের এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই। আমরাও চেষ্টা করবো বাচ্চাদের গোপন সমস্যাগুলি যেগুলো তারা এই ড্রপ বক্সে দেবে সেগুলি সমাধান করার। যদি না পারি তাহলে তা আমরা ব্লক অফিসে জানাবো। '