বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত মেধাবী ছাত্র গ্রেফতার! কী আছে ভাগ্যে?

কম্পিউটার বিজ্ঞান বিভাগের ছাত্র যা করে জুড়ল জঙ্গি সংগঠনের সঙ্গে?

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
COVERjongi

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শনিবার আটক করে কাঁকসার মীরেপাড়ার বাসিন্দা মহম্মদ হাবিবুল্লাহকে (২০)। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আটক করা হয়। কাঁকসা থানায় এনে জিজ্ঞাসাবাদের পরের রাতেই গ্রেফতার করা হয় তাকে। 

মহম্মদ হাবিবুল্লাহ বুদবুদের মানকর কলেজের কম্পিউটার বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্র। বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য মহম্মদ হাবিবুল্লাহকে কাঁকসার মীরেপাড়ায় তার বাড়ি থেকে পাকড়াও করে স্পেশাল টাস্ক ফোর্স। রবিবার সকালে স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা ধৃত মহম্মদ হাবিবুল্লাহর স্বাস্থ্য পরীক্ষার জন্য পানাগড় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কাঁকসা থানার পুলিশ ধৃত মহম্মদ হাবিবুল্লাহকে রবিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে। কাঁকসা থানার পুলিশ ইতিমধ্যে ১৪ দিনের পুলিশ হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে।

Adddd