নিজস্ব সংবাদদাতাঃ গতকাল সকালে রাঙাপানির কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনা ঘটেছে। এক মালগাড়ি ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের চারটি বগি। এরপরই রেলওয়ে বোর্ডের চেয়ারপার্সন জানিয়েছিলেন, মালগাড়ির চালক এবং সহকারী চালক মারা গিয়েছেন।
কিন্তু আজ জানা গিয়েছে, রেলবোর্ডের কথায় মৃত ঘোষণা করা মালগাড়ির সহকারী চালক এখনও জীবিত রয়েছেন। তিনি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, কথা বলার মতো অবস্থায় এলে বয়ান নেওয়া হবে।