Kanchenjunga Express Accident: দুর্ঘটনার পরে উঠছে একাধিক প্রশ্ন ! কাঠগড়ায় কে ?

কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
kanchan1.webp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কাঞ্চনজঙ্ঘার এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনার পরে একাধিক প্রশ্ন উঠছে। রেল বোর্ড মালগাড়ির চালককেই এই দুর্ঘটনার জন্য দায়ী করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে, সিগন্যালিংয়ের বিভ্রাটের জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। 

Kanchanjunga Express Accident | Goods Train Rams Into Kanchanjunga Express,  8 Dead

এই ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। যেমন, মালগাড়ি সিগন্যাল ভেঙে এগোল কী ভাবে ?, যান্ত্রিক ত্রুটি না শুধুই চালকের দোষ ?, মালগাড়ির চালক কি ঘুমিয়ে পড়েছিলেন ? সব ট্রেনে কি আদৌ কবচ সিস্টেম চালু হয়েছে ?, দুর্ঘটনাস্থলে ক্রসিং পয়েন্টে যান্ত্রিক ত্রুটি ছিল কি ? যে ট্রেন শিলচর/ আগরতলা-শিয়ালদহের মধ্যে চলে, তাতে অনেক পুরনো আমলের কোচ কেন ?  কেন এখনও আধুনিক LHB কোচ দেওয়া হয়নি ? 

Kanchanjunga Express Accident Update: Freight Train Driver Among Many  Feared Dead rescue operation on

 Add 1