নিজস্ব সংবাদদাতা : কামদুনি কাণ্ডের ১০ বছর পর কলকাতা হাইকোর্ট তার রায় জানালেও হতাশ নির্যাতিতার পরিবার সহ প্রতিবাদকারীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে গোটা কামদুনি। সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আদালতের রায় ঘোষণার পর যেন নতুন করে লড়াই শুরু করলো কামদুনি। সুবিচার চেয়ে মঙ্গলবার জোড়া মিছিল হচ্ছে। একটি মিছিল রয়েছে ধর্মতলায়, অন্যটি কামদুনিতে। সেখানে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির মহিলা মোর্চার নেতৃত্বে মিছিল। কোনো রাজনৈতিক দলের পাতাকার তলায় নয়, অরাজনৈতিক ভাবেই মিছিল করার উদ্দেশ্য ছিল। বিজপির মহিল মোর্চার প্রতিনিধিদের প্রবেশের আগেই এদিন শাসক দলের পতাকায় মুখ ঢাকে কামদুনির। পাল্টা বিজেপির কর্মী সমর্থকরাও পদ্ম পতাকা নিয়ে হজির হয়। ক্রমে বাড়ে উত্তাপ। শেষ পযন্ত অরাজনৈতিক মিছিলেও রাজনীতির বাতাবরণ।