কামদুনি! তহবিল! এবার বিজেপিকে টানলেন তথাগত

কলকাতা হাইোকোর্টের রায় হতাশ করেছে কামদুনিকে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে নির্যাতিতার পরিবার সহ টুম্পা-মৌসুমী কয়ালরা। সুপ্রিম কোর্টে আরিল করার খরচ অনেক। তাই সামাজিক মাধ্যমে তহবিল গঠনের প্রস্তাব দেন তথাগত রায়।

author-image
Pallabi Sanyal
New Update
Tathagata Roy

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : কামদুনির পাশে দাঁড়িয়ে সম্প্রতি তহবিল তৈরির ডাক দিয়েছিলেন বিজপি নেতা তথাগত রায়। তার আহ্বানে যে ব্যাপক সাড়া দিয়েছে মানুষ তা নেট মাধ্যমে পোস্টে লাইক, কমেন্ট, শেয়ারই তার প্রমাণ। বর্তমানে কর্মসূত্রে অনেকটাই দূরে রয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। ফলে তহবিলের কি হল সেই আপডেট তিনি পাচ্ছেন না। এবার তহবিল সংক্রান্ত আরেকটি পোস্ট করেন সামাজিক মাধ্যমে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ''কামদুনির বীভৎস ও নৃশংস ধর্ষণ-হত্যার ব্যাপারে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার জন্য একটি তহবিল গঠনের প্রস্তাব দিয়েছিলাম। সে বিষয় কাজ কিছু এগিয়েছে কি ? আমি বহুদূরে আছি, খবর পাচ্ছি না। এই ব্যাপারে রাজ্য বিজেপির অগ্রণী ভূমিকা নেওয়া উচিত।'' প্রসঙ্গত, এর আগে তথাগত রায় তার তহবিল পোস্টে লিখেছিলেন, “মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপীল করতে কামদুনির মানুষের পাশে দাঁড়ান। রাজ্য সরকারের আইনজীবীর উপর ভরসা করবেন না। সুপ্রিম কোর্টে আপিল অত্যন্ত ব্যয়সাধ্য। একটি তহবিল তৈরি করুন, রাজ্যের মানুষকে তাতে দান করতে বলুন। আমি সাধ্যমত কিছু দেব।”

 

 

 

hiring.jpg