নিজস্ব সংবাদদাতা: লাইনচ্যুত কামাক্ষ্যা এক্সপ্রেস। রবিবাসরীয় সকালে লাইনচ্যুত ১১টি বগি৷ এদিন সকাল ১১টা ৪৫মিনিট নাগাদ ওড়িশার কটক জেলার চৌদ্বার-নির্গুন্ডির কাছে বেঙ্গালুরু-গুয়াহাটি কামাক্ষ্যা এক্সপ্রেসের ১১টি বগি লাইনচ্যুত হয় । এখনও পর্যন্ত একজন যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে । রেলের তরফে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি ।
/anm-bengali/media/media_files/ii4abCRj2PVpb3zhlhqy.jpg)
এদিন কামাক্ষ্যা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার পরপরই সমস্ত যাত্রীকে তাদের ব্যাগ নিয়ে ট্রেন থেকে নামতে দেখা যায় । শেষ পাওয়া খবর পর্যন্ত তখনও রেল কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছাননি । একজন স্থানীয় বাসিন্দা জানান, কিছু যাত্রী তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছনোর জন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে নিজেরাই ঘটনাস্থল থেকে বেরিয়ে যান ৷ লাইনচ্যুত হওয়ার কারণে আপাতত নিম্নলিখিত ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে