নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ বিভাগের অধীনে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফে ৪ ও ৫ মার্চ পুরুলিয়ার রঘুনাথপুরের জয়চণ্ডী হিল রিসোর্টে মিশন লাইফ প্রোগ্রামের অধীনে একটি প্রকৃতি অধ্যয়ন শিবির, কর্মশালা ও মডেল প্রদর্শনীর আয়োজন করা হয়। এর উদ্দেশ্য ছিল পরিবেশ সংরক্ষণ, স্থায়িত্ব এবং শিল্প বিকাশের সাথে পরিবেশগত সংরক্ষণের ভারসাম্য বজায় রাখার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের শিক্ষিত করা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান ডঃ কল্যাণ রুদ্র। তিনি শিক্ষার্থীদের বলেন, "তুমি যে মোবাইল ফোনটা ব্যবহার করো সেটা আয়ুকাল ২-৩ বছর, এরপরে এটা কোথায় যাবে? তুমি যে প্লাস্টিক ব্যবহার করো সেটা কোথায় যাবে? কলকাতা শহরে ৪৫০০ টন বর্জ্য তৈরী হয়। সেগুলো ধাপা বলে একটা জায়গায় যায়"। এছাড়াও বর্জ্য দূষণ নিয়ে আরো কিছু বার্তা দিলেন তিনি।