মিশন লাইফের মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের উদ্ভুত করা: ডা. কল্যাণ রুদ্র

মিশন লাইফের অনুষ্ঠানে ডা. কল্যাণ রুদ্র।

author-image
Anusmita Bhattacharya
New Update
cover (20)

নিজস্ব সংবাদদাতাঃ আজ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে মিশন লাইফের অধীনে পরিবেশ শিক্ষা কার্যক্রম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানটি আজ ঝাড়গ্রামে অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে একাধিক স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডা. কল্যাণ রুদ্র। 

ডা. কল্যাণ রুদ্র বলেছেন, “চারটি পর্যায়ে প্রকৃতির ওপর এই আঘাত হানা হয়েছে। মাটি, জল, বাতাস বিভিন্ন ভাবে দূষিত হয়েছে। এছাড়াও বহু প্রাণী এবং উদ্ভিদ বিলুপ্ত হয়ে গেছে। এরফলে পরিবেশের ওপর যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে হবে। সেইজন্য এই প্রোগ্রামটির নাম হল মিশন লাইফ। এই প্রোগ্রামটির মূল উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের উদ্ভুত করা। যার ফলে তারা এই লড়াইতে অগ্রণী ভূমিকা নিতে পারে এবং মিশন লাইফের মূল লক্ষ্য, যেমন- জলসংরক্ষণ, শক্তির অপচয় রোধ, বাস্তুতন্ত্রের সংরক্ষণ করতে তারা সক্ষম হয়।”