নেচার স্টাডি ক্যাম্প অনুষ্ঠানের শেষে পড়ুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ডাঃ কল্যাণ রুদ্রর

নেচার স্টাডি ক্যাম্প অনুষ্ঠানে বার্তা ডাঃ কল্যাণ রুদ্রর।

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
১১১১১১১১১১১১১১১১cover (1)


নিজস্ব সংবাদদাতা: ঝাড়গ্রামের কনক দূর্গা মন্দির সংলগ্ন অরণ্যের জীববৈচিত্র্য সম্পর্কে  স্কুল ও কলেজের পড়ুয়াদের পাঠ দিতে 'নেচার স্টাডি ক্যাম্প' নামক এক কর্মসূচি আয়োজন করা হল আজ  পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের উদ্যোগে। পরিবেশে যে নানা ধরণের উদ্ভিদ ও প্রাণী থাকে সেই সম্পর্কে পড়ুয়াদের পাঠ দিলেন শিক্ষকরা। এরপর বিশেষ বক্তব্য রাখেন পর্ষদের চেয়ারম্যান ডাঃ কল্যাণ রুদ্র। 

ডাঃ কল্যাণ রুদ্র পড়ুয়াদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানালেন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য। 'মিশন লাইফ' সম্পর্কে পড়ুয়াদের অবগত করলেন তিনি।নেচার স্টাডি ক্যাম্প অনুষ্ঠানের শেষে পড়ুয়াদের উদ্দেশ্যে বিশেষ বার্তা ডাঃ কল্যাণ রুদ্রর