নিজস্ব সংবাদদাতা: বাংলায় বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায় টুইট করে বলেন, "বাংলার বন্যা পরিস্থিতি ভয়ানক। রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তবে নিশ্চিন্ত থাকুন। বাংলার জনগণের নিরাপত্তা আমাদের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে তদারকি করছেন। হুগলিতে খাদে আটকে পড়া ৩৫ জন গ্রামবাসীকে উদ্ধার করতে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে৷ রাজ্য সরকার বন্যা কবলিত অঞ্চলে NDRF এবং SDRF টিম মোতায়েন করবে৷"
অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের ঘাটালের অবস্থা অত্যন্ত খারাপ হয়ে গেছে। ঘাটালের একাধিক এলাকা জলের তলায় চলে গিয়েছে। বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। বহু মানুষ এখনও জলবন্দি অবস্থায় রয়েছে। জলবন্দি মানুষকে খাবার ও পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই তাঁদের উদ্ধার করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।