নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ খুঁটিপুজার মাধ্যমে সূচনা হলো কল্পতরু উৎসবের। দুর্গাপুরের গ্যামনের মাঠে মঙ্গলবার দুপুরে খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, সদস্যরা রাখি তিওয়ারি, দীপঙ্কর লাহা, মেলা কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব বসুর সহ অন্যান্য সদস্যরা।
প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন,প্রত্যেক বছরের মতো এ বছরও অনুষ্ঠিত হবে কল্পতরু উৎসব। চলবে ১ জানুয়ারি ২০২৫ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত। দুর্গাপুর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের সমাগম হবে। বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান চলবে। মেলা থেকে যা হয় হবে তা দিয়ে এলাকার উন্নয়নমূলক কাজ করা হবে।