নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের মাঝে কালনাতেও বাড়ছে গরম, আজ কালনায় ফের গরমের প্রভাব পড়বে। আজ কালনার তাপমাত্রা ওপরে ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আজ কালনার তাপমাত্রা নিচে থাকবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কালনার আকাশ মেঘলামুক্ত থাকবে। কালনার আবহাওয়ার লাইভ আপডেট পেতে ক্লিক করুন।