নিজস্ব সংবাদদাতা: বাঙালির মনে-প্রাণে, সুখে-দুঃখে, উৎসবে সবেতেই রবীন্দ্রনাথ ঠাকুর জড়িয়ে রয়েছেন। বলা যায়, গুরুদেব বাঙালির আত্মার সঙ্গে মিশে আছেন। এজন্যেই ২৫শে বৈশাখ সকলের এতোটা কাছের এবং গুরুত্বপূর্ণ দিন।
এবছর কবিগুরুর জন্মদিন আজ অর্থাৎ ৮মে উদযাপন হচ্ছে। আজ রবি ঠাকুরকে স্মরণ করা হচ্ছে নাচে, গানে, আবৃত্তিতে। আর সেরকমই ছবি ধরা পড়ল কালনার বাঘনা পাড়া এলাকার একটি স্কুলে। স্কুলের নাম ‘কাজল পাবলিক অ্যাকাডেমি’। যেখানে ছোটো ছোটো খুদেরা নাচে, গানে, আবৃত্তিতে স্মরণ করল কবিগুরুকে। প্রণাম জানালো রবি ঠাকুরকে। আজকের প্রজন্মও যে কতোটা ‘রবি’মননে আবদ্ধ তা ধরা পড়ল এই খুদে শিশুদের মধ্যেই।