নিজস্ব সংবাদদাতাঃ কার্ত্তিক মাস পড়তেই শুরু হয়েছে হিম পড়া। ভোরের দিকে একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব দেখা যায়। বলা যায় শীত প্রায় পরেই গেছে। এবার হাওয়া অফিস দিল এক আনন্দের খবর। জানা গিয়েছে, দীপাবলি, কালীপুজো এবং ভাইফোঁটায় রাজ্যজুড়ে বজায় থাকবে এই শীতের আমেজ।
বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আর। উত্তরের হাওয়া বইবে সাড়া রাজ্য জুড়ে। বরং শুকনো বাতাস বইবে, জলীয় বাষ্পের পরিমাণও কমবে।