কালিপুজো-ভাইফোঁটায় থাকবে শীতের আমেজ , জানলো হাওয়া অফিস

পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যেতে পারে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমের মতো জেলায় তাপমাত্রা ১৭/১৮ ডিগ্রির ঘরে থাকতে চলেছে এই সময়টা।

author-image
Adrita
New Update
y

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কার্ত্তিক মাস পড়তেই শুরু হয়েছে হিম পড়া। ভোরের দিকে একটু ঠাণ্ডা ঠাণ্ডা ভাব দেখা যায়। বলা যায় শীত প্রায় পরেই গেছে। এবার হাওয়া অফিস দিল এক আনন্দের খবর। জানা গিয়েছে, দীপাবলি, কালীপুজো এবং ভাইফোঁটায় রাজ্যজুড়ে বজায় থাকবে এই শীতের আমেজ।

hiren

বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আর। উত্তরের হাওয়া বইবে সাড়া রাজ্য জুড়ে। বরং শুকনো বাতাস বইবে, জলীয় বাষ্পের পরিমাণও কমবে। 

hiring.jpg