কালীপুজোও এবার মাটি, দিওয়ালিতে জল ঢালবে বৃষ্টি!

শনিবার সকাল থেকেই হালকা মেঘ রয়েছে আকাশে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cloudw2.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে তেমনভাবে প্রভাব ফেলতে পারেনি দানা। প্রবল বৃষ্টি হলেও তার ধারাবাহিকতা বিশেষ ছিল না। কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হয়েছে ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি ভারী বৃষ্টি হলেও মোটের উপর অন্যান্য জেলাগুলিতে তেমন প্রভাব পড়েনি দানার। ঝোড়ো হাওয়ার দেখা পাওয়া যায়নি। পুরুলিয়া, বাঁকুড়া, দুই মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। 

শনিবার সকাল থেকেই হালকা মেঘ রয়েছে আকাশে। তবে কলকাতা এবং দুই ২৪ পরগনার আকাশে তেমন মেঘের দেখা পাওয়া যায়নি বরং সকাল থেকেই রোদ ঝলমলে আবহাওয়া। তাপমাত্রার পারদ কিছুটা বাড়তে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, মোটের উপর তাপমাত্রা ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে থাকতে পারে। তবে টানা ঝড় বৃষ্টির কারণে কিছুটা হলেও তাপমাত্রা কমে গিয়েছে এক ঝটকায়। সামনেই রয়েছে কালীপুজো। এই কালীপুজোর সময় আর ঝড় বৃষ্টি কাঁটা হয়ে আসবে না তো?

cloudw1.jpg

এবার মিললো সেই প্রশ্নেরই উত্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে আগামী সপ্তাহ থেকে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কালী পূজোর সময়। তবে ভারী বৃষ্টি হবে না। রবিবার থেকে দক্ষিণের সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা জারি করা হয়েছে। আকাশে মেঘ থাকলেও তেমন বৃষ্টিপাত হবে না। এদিকে উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ি কয়েকটি জেলায়। মোটের উপর শুষ্ক থাকবে দুই বঙ্গের আবহাওয়া।