নিজস্ব সংবাদদাতা: কালীপুজো কাটতেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা। এবার পুড়ে ছাই হয়ে গেল কাপড়ের গুদাম। মালদার কালিয়াচক কাপড়ের ব্যাগ তৈরির কারখানায় আগুন। অল্পের জন্য রক্ষা পেল আশপাশের দোকানগুলি। কালিয়াচকের চৌরঙ্গীর ঘটনা।
এদিন দুপুরে হঠাৎই ব্যাগের দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। খবর দেওয়া হয় কালিয়াচক থানা ও দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।
যদিও সেভাবে ক্ষয়ক্ষতি না হলেও আগুন নিয়ন্ত্রণে আছে দমকলের একটি ইঞ্জিনের চেষ্টাতেই। স্থানীয় দোকানদাররা জানান, কালীপূজা উপলক্ষে গতকাল থেকে ফটকা ফাটাচ্ছে বাচ্চারা। সেই আগুন থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান।
যদিও সেভাবে ক্ষতি না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, যদি সময় মতো দমকলকে খবর দেওয়া না হত। দমকলের ইঞ্জিন সময় মতো পৌঁছায় যার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকাবাসী আরো গভীর ভাবে জানিয়েছে, কালিয়াচক এলাকায় একটি দমকলের ইঞ্জিন রাখা দরকার। মালদা থেকে আসতে অনেকটা সময় নিয়ে নিচ্ছে যার ফলে দুর্ঘটনা ঘটে যাওয়া সম্ভাবনা রয়েই যাচ্ছে।