বন্যা কবলিত ঘাটালেই ধুমধামের পালিত হচ্ছে কালীপুজো

পালিত হচ্ছে কালীপুজো।  

author-image
Adrita
New Update
৩

নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ  বন্যায় প্লাবিত ঘাটাল তারই মাঝে চলছে কালী পুজোর প্রস্তুতি। পুজোর জন্য হাতে আর মাত্র দুটো দিন বাকি। ঘাটাল শহর থেকে কালী প্রতিমা কিনে বন্যার জল পেরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাড়িতে। কারও বাড়িতে রয়েছে মানত আবার কারও বাড়িতে প্রথা মেনে প্রতিবছরই হয়ে আসছে কালী পুজো। তাই বন্যার আবহে জল পেরিয়ে বাড়ির উদ্দেশ্য নিয়ে যেতে হচ্ছে প্রতিমা।

বন্যার জল আরও বাড়লে প্রতিমা নিয়ে যাওয়া যাবেনা এমনটাই জানাচ্ছেন কালী প্রতিমা কিনে নিয়ে যাওয়া ঘাটালের বাসিন্দারা। মঙ্গলবার ঘাটালের বন্যার এমনই এক জলযন্ত্রণার ছবি ধরা পড়লো ঘাটাল পৌর এলাকার গম্ভীরনগর এলাকায়। ঘাটাল পৌর এলাকার ১৮ টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি বাদে নিচু এলাকার অধিকাংশ ওয়ার্ড প্লাবিত। তেমনই পৌর এলাকার চাউলি সিংহপুর জলমগ্ন সেখানকার কয়েকজন বাসিন্দা ঘাটাল শহর থেকে কালী প্রতিমা কিনে জল পেরিয়ে চাউলিয়া সিংহপুরে প্রায় ৩ কিমি পথ নিজেদের বাড়িতে নিয়ে যেতে দেখা গেল।

তাদের একজনের দাবি,গতবছর পুজো হয়নি,কালী পুজোর মানত রয়েছে সেইমত তিনবছর পুজো করতে হয় তাই এবছর যেকোনো ভাবেই পুজোটা করতে হবে। বন্যার জল পেরিয়ে ঘাটাল শহরে এসে প্রতিমা কিনে ফের জল ঠেলে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিমা। তিনদিন হতে চললো এখনও প্লাবিত ঘাটাল,বাড়ছে বন্যার জল।দুর্গার পুজো আগে বন্যায় জলযন্ত্রণা কাটিয়ে উঠার পর ফের আবারও কালী পুজোর মুখে প্লাবিত ঘাটালবাসীর জলযন্ত্রণার ছবিটা আরও একবার ফুটে উঠলো।

job digbijoy da