বদলা চেয়ে কালী পুজো,লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন, সাজিয়ে তোলা হয়েছে মন্দির

ঝাড়গ্রামে বিশ্বকাপ ফাইনালে ভারতের জয় প্রার্থনা করে কালী পুজো করা হয়। গিধনী কালী মন্দিরকে ভারতের পতাকা আর বেলুনে সাজিয়ে তোলা হয়েছে। জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
Cover 1.jpg

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপে এবার একটাই স্লোগান বদলা। তাই সকাল সকাল ঝাড়গ্রামের গিধনী কালী মায়ের মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকা ও বেলুনে। শুরু হয়েছে যজ্ঞ ও প্রার্থনা। জয় তো হবেই সঙ্গে বিরাট রানের দিক থেকে এবং শামি উইকেটে নেওয়ার দিক থেকে সেরা হবে। মন্দিরের পাশেই বসেছে জায়ান্ট স্ক্রিন। সবাই মিলে একসঙ্গে ভারতের হয়ে গলা ফাটাবে।  এখন শুধু একটাই স্লোগান, 'জিতেগা ভাই  জিতেগা ইন্ডিয়া জিতেগা।'
পাশাপাশি ঝাড়গ্রাম শহরে ছিমছাম মোড়ে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।সঙ্গে তাসা, লাইটিং এর ব্যবস্থাও রয়েছে। সব মিলে জমজমাট পরিবেশ।