কালবৈশাখীই হল কাল, বাংলায় একাধিক মৃত্যু-সকাল সকাল জানা গেল হাহাকার খবর

ডেবরা ও পিংলায় কালবৈশাখীর বলি ২, একাধিক জায়গায় গাছ ভেঙেছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
c

নিউজ ডেস্ক, পশ্চিম মেদিনীপু: গতকাল রাতে হঠাৎ করেই কালবোশেখীর দাপট শুরু হয়। মুহুর্তের মধ্যেই বদলে যায় আবহাওয়া। প্রবল ঝড় সঙ্গে বজ্রপাত সহ বৃষ্টি হয়। বেশ কিছুক্ষণ এই ঝড় বৃষ্টি হওয়ার ফলে ডেবরা, সবং, পিংলায় একাধিক জায়গায় গাছ ভেঙেছে। রাতেই সেগুলিকে প্রশাষনের উদ্যোগে পরিস্কার করার কাজ শুরু হয়েছে। অপরদিকে বাজ পড়ে ডেবরা ও পিংলায় মোট দুই জনের মৃত্যু হয়েছে। 

d

প্রথম মৃত ব্যাক্তির নাম পিন্টু সামন্ত। বাড়ি পিংলা ব্লকের পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের ডঙ্গলসা এলাকায়।

d

অপর মৃত ব্যাক্তির নাম সূদর্শন বামুলী। বাড়ী ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের হরিনারায়ণপুর এলাকায়। দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহগুলি আজ ময়নাতদন্তে পাঠানো হবে।

Add 1

Debra | Sabang | Pingla | Rain