নিজস্ব সংবাদদাতা : ঘূর্ণিঝড়ের প্রভাবে স্বস্তি তো দূর শহরবাসীর কপালে শুধুই ঘাম। অন্যদিকে, তাপপ্রবাহ পরিস্থিতির মাঝেই ভিজলো মেদিনীপুরের মাটি। বুধবার বিকেলে কালবৈশাখী আছড়ে পড়লো মেদিনীপুর শহরের ওপর। যার জেরে বৃষ্টিতে ভিজলো পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকা। বিকেলের বৃষ্টিতে ফিরেছে স্বস্তি। তবে, এদিন ঝড়-বৃষ্টির দোসর হয় শিলা বৃষ্টি। একদিকে স্বস্তির ছবি ধরা পড়লেও অন্যদিকে, গাছ ভেঙে পড়ে দুর্ভোগের ছবিও দেখা গিয়েছে। কিন্তু কলকাতায় কখন নামবে ঝমঝমিয়ে বৃষ্টি? চাতকের মতো বৃষ্টির আশায় শহরবাসী।