নিজস্ব সংবাদদাতাঃ সোমবারের পর মঙ্গলবারও কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড একাধিক জেলা। উত্তর থেকে দক্ষিণ, মঙ্গলবার বিকালের পর থেকে একাধিক জেলায় শুরু হয় কালবৈশাখীর দাপট। মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় আছড়ে পড়ে জলপাইগুড়িতে। ঝড়ের পাশাপাশি চলে তুমুল বৃষ্টি।
অপরদিকে এদিন বিকালে তুমুল ঝড় শুরু হয় ময়নাগুড়িতে। ঝড়ে গাছ পড়ে রামশাই ও আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকা কিছু পরিবারে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রানহানির খবর পাওয়া যায়নি। ঝড়ের জেরে সন্ধ্যা ৭ টা থেকে বিদ্যুৎহীন হয়ে যায় জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা।
এদিন বিকালের পর হঠাৎ কালবৈশাখী দেখা যায় হুগলিতেও। দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে। কালবৈশাখীর ঝড়ে ডানলপ কারখানার পাঁচিলের একটা বড় অংশ ভেঙে পড়ে। পাশাপাশি কালবৈশাখীর ঝড়ে চরম ক্ষতিগ্রস্ত হয় পূর্ব বর্ধমানের বড়শুল এলাকা। মঙ্গলবার সন্ধ্যায় ঝড়ের দাপট দেখা যায় দক্ষিণ দিনাজপুর জেলাতেও।