কলস যাত্রা : 'বিজেপির মিছিল নয়'!

শহীদ ভূমির মাটি রাখা কলস নিয়ে খড়গপুর থেকে দিল্লি রওনা হয়েছে বিজেপির অনেক কর্মী-সমর্থকই। তাদের স্টেশনে পৌঁছে দিতে গিয়েছিলেন দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
New Update
োোোোোোোোোোো

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : শহীদ ভূমির মাটি রাখা কলস নিয়ে কলস যাত্রায় বিজেপির নেতারা। অথচ এই মিছিল বিজেপির নয় বলে মন্তব্য করলেন সাংসদ দিলীপ ঘোষ। তার কথায়, 'বিজেপির মিছিল নয়। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন সবকা সাথ, সবকা বিকাশের কথা। এটা শুধু স্লোগান নয়, সারা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিশ্বাস। আর সবার প্রয়াস দরকার আছে। সেই জন্য প্রত্যেক গ্রাম থেকে মাটি নিয়ে এসে দিল্লিতে অমৃত উদ্যান তৈরি হচ্ছে। সারাদেশ থেকে গাছ নিয়ে এসে লাগানো হচ্ছে, এক ভারত, শ্রেষ্ঠ ভারতের যে স্লোগান, সেটা সফল করার জন্য। দেশের মানুষ যাতে মনে করে সারা ভারত বর্ষ এক। এতদিন বিচ্ছিন্নতাবাদী শক্তি দাপিয়ে বেড়িয়েছে। কেন্দ্রে যাদের সরকার ছিল তাদেরকে সহযোগিতাও করেছে একসময়। আজ দেশের মানুষ দেশকে দুনিয়ার মধ্যে সবথেকে শ্রেষ্ঠ দেশ তৈরি করতে চান। প্রধানমন্ত্রীর আহ্বানে এটা সামাজিক অভিযান। ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি লাগিয়ে এটা করছে।'' 

hiring 2.jpeg