নিজস্ব সংবাদদাতা: জ্যোতি বসুর ১৬তম প্রয়াণ দিবস উপলক্ষে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বৃন্দা কারাত, প্রকাশ কারাত, মানিক সরকার সহ আরও বেশ কয়েকজন। সূত্রের খবর, নিউটাউনের রিসার্চ সেন্টারের প্রথম পর্যায়ের উদ্বোধন আজ। সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। ওপার বাংলা থেকে এসেছিলেন রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা কন্যা চৌধুরী। এদিন অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন তিনি। এদিনের সভা থেকে মহম্মদ সেলিম বক্তব্য রাখেন। তিনি বলেন, এক বছরের মধ্যে সম্ভব হলো প্রথম পর্যায় অনুষ্ঠানে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের উদ্বোধন