নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: শিয়ালদা আদালতে সোমবার আর জি কর কাণ্ডের রায় শোনানো হয়। সেখানে অভিযুক্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দেন বিচারক অনির্বাণ। তবে এই রায় নিয়ে খুশি নন জুনিয়ার চিকিৎসকেরা।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালেও উঠে এল একই ছবি। মেডিকেল কলেজ ক্যাম্পাসে অভয়ার প্রতীকী মূর্তির সামনে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। এই ঘটনার প্রকৃত তদন্ত এখন হলো না, অনেকটা হতাশার সুরে এমনই মত প্রকাশ করলেন তারা।