বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে পাঁশকুড়া যাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা

প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেবেন বন্যা দুর্গত মানুষদের কাছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Arambagh flooding

File Picture

নিজস্ব সংবাদদাতা: গতকালই জুনিয়র চিকিৎসকেরা ঘোষণা করেছিলেন, আজ থেকে তারা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করে নিচ্ছে। আংশিক ভাবে কাজে ফিরছেন তারা শনিবার থেকে। মূলত, বন্যা দুর্গত মানুষদের জন্যেই তারা এই আংশিক কর্মবিরতিতে রাজি হয়েছেন। একই সাথে এও ঘোষণা করেছিলেন গতকাল, যে তারা তাঁদের সামর্থ্য মত কিছু ত্রাণ সামগ্রী, প্রয়োজনীয় ওষুধপত্র পৌঁছে দেবেন বন্যা দুর্গত মানুষদের কাছে।

bengal flood situation
File Picture

সেই মোতাবেক আজ সকালেই জুনিয়র চিকিৎসকদের একটি টিম পৌঁছে গেছে পাঁশকুড়ায়। এই বন্যায় পাঁশকুড়ার বিস্তৃর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। অনেকে এক বুক জলে দাঁড়িয়ে পান করার জলটুকু পর্যন্ত পাচ্ছেন না। সরকারের পক্ষ থেকে ত্রাণ ইতিমধ্যেই পৌঁছে গেছে এই বন্যা দুর্গতদের কাছে। তবুও চিকিৎসকদের ভূমিকা হয় অপরিসীম। এমন ভয়াবহ বন্যাতে চিকিৎসকদের প্রয়োজন সেই সকল এলাকায়। তাই নিজেদের কর্মবিরতিকে আংশিক প্রত্যাহার করে আজ বন্যা দুর্গতদের কাছে পৌঁছে গেলেন জুনিয়র ডাক্তাররা। 

Adddd