হরি ঘোষ, পাণ্ডবেশ্বর : মঙ্গলবার পাণ্ডবেশ্বর বিধানসভার পড়াশকোল পদ্মাবতী মন্দির থেকে সনাতন ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে হরিপুর পর্যন্ত বাইক ৱ্যালি করল আসানসোলের সনাতনী সেনা নামে সংগঠন। সংগঠনের এই বাইক র্যালিতে অংশ নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিনের এই র্যালিতে এসে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বলেন, ''ইন্ডিয়া নামে যে জোট তৈরি হয়েছে তারা বিভিন্নভাবে সনাতন ধর্মের প্রতি কুরুচিকর মন্তব্য করছেন। সনাতন ধর্মের প্রতি এই ধরনের কুরুচিকর মন্তব্য ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। তারই প্রতিবাদ স্বরূপ আসানসোলের সনাতনী সংগঠন বাইক র্যালির আয়োজন করে।'' জিতেন্দ্র বাবু বলেন সনাতনী সংগঠনের পক্ষ থেকে তাকে র্যালিতে সমর্থন করার জন্য আমন্ত্রণ করা হয়, ৱ্যালিকে সমর্থন জানাতেই তিনি এসেছেন। জিতেন্দ্র বাবু বলেন, ''যেভাবে ইন্ডিয়া জোট সনাতন ধর্মের প্রতি নানানভাবে কুরুচিকর মন্তব্য করছে সেটা মেনে নেওয়া যায় না।'' তিনি বলেন, ''সনাতন ধর্ম সম্পর্কে কিছু কটু কথা বলা মানেই মা পদ্মাবতী সম্পর্কে কটু কথা বলা, মা ঘাগর বুড়িকে অপমান করা, মা কল্যানেশ্বরী সম্পর্কে কটু কথা বলা । এর প্রতিবাদ হওয়া দরকার, আর প্রতিবাদস্বরূপ আজকের এই র্যালি।''