'জয় বাংলা অসুখের নাম', শাসক দলকে তীব্র কটাক্ষ

শাসক দলকে তীব্র কটাক্ষ ।

author-image
Adrita
New Update
আস

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোটে জয়ের পরে প্রথমবারের মত সাংসদ হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার পাশাপাশি শপথ নিয়েছেন বর্ষীয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাংশ। তারা শপথ নেওয়ার সময়ে 'জয় বাংলা' স্লোগান দিয়েছেন। 

 

সেই স্লোগানকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কথায়, ''  “জয় বাংলা আসলে একটা অসুখের নাম। যখন আমরা ছোটো ছিলাম তখন চোখে একটা বিশেষ ধরনের রোগ হত। যাকে বলা হত, জয় বাংলা। নিমফল দিয়ে চোখ ঠিক করতে হত। সেই থেকেই জয় বাংলা নামটা তৈরি হয়। তৃণমূলের হয়তো চোখ দিয়ে জল পড়ার সময় এসেছে, তাই জয় বাংলা, জয় বাংলা বলছে। ''

বিজেপিতে যোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের | কোথাকার প্রার্থী গঙ্গোপাধ্যায়? - EVM  NEWS

Adddd