নিজস্ব সংবাদদাতা: দিন কয়েক আগেই ছত্তিশগড়ের বাস্তারে খুন হয়েছেন সাংবাদিক মুকেশ চন্দ্রকর (Journalist Mukesh Chandrakar Murder Case)। মুকেশ কে নৃশংসভাবে খুন করে তাঁর মৃতদেহ সেপটিক ট্যাঙ্কে লুকিয়ে দেওয়া হয়। আর এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। এই পরিস্থিতির মাঝেই কয়েকবছর আগে আরেক সাংবাদিক খুনের মামলায় আদালতের নির্দেশে উঠছে প্রশ্ন।
আদালতের নির্দেশে এবার জামিন দেওয়া হল এক অভিযুক্তকে। চাঞ্চল্যকর গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে (Gauri Lankesh Murder Case) শেষ অভিযুক্ত কেও জামিন দিয়ে দিক ব্যাঙ্গালুরু সিটি সিভিল ও দায়রা আদালত। কিন্তু কেন? সূত্রের খবর, আসলে সাংবাদিক গৌরী লঙ্কেশ খুনের মামলায় বিচার শুরু হয়েছিল ১৬ জন অভিযুক্তের বিরুদ্ধে। আর তাদের মধ্যে যিনি শেষ অভিযুক্ত ছিলেন তিনি শরদ বাসুদেব কালাস্কর। আর এবার তাকেও জামিন দেওয়া হল।
বিচারপতি এই বিষয়ে জানিয়েছেন, অভিযুক্ত কালাস্কর বন্দী আছেন ২০১৮ সালের সেপ্টেম্বর থেকে। তাই মামলার শুনানি শীঘ্রই শেষ হওয়ার কোন সম্ভাবনা এখনো নেই। বাকি অভিযুক্তদের সকলেই এর আগে জামিন পেয়ে গেলেও তাকে কেন এখনো জামিন দেওয়া হবে না? অভিযুক্ত এই প্রশ্ন করতে বিচারপতি তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।