পঞ্চায়েত নির্বাচন : জোড়াফুল ছেড়ে পদ্মে মনোস্থির!

দল বদলের খেলা চলছে। পঞ্চায়েত নির্বাচনের আবহে চলছে দল ভাঙানোর খেলা। এবার শাসক শিবির থেকে বিজেপিতে যোগদান ৫০ জনের।

author-image
Pallabi Sanyal
New Update
tmc bjp

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা : প্রতি নির্বাচনের আগেই শুরু হল পালা বদল। এক দল থেকে আরেক দলে যাওয়ার হিড়িক বাড়ে। এক্ষেত্রে বিরোধী শিবির থেকে সাধারণত শাসক দলে ঝোঁকার প্রবণতাই বেশি থাকে। তবে, উল্টো চিত্রও ধরা পড়ছে।  কুশিদা অঞ্চলের খরমপুর বুথে সভাপতি সহ ৫০ জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।

প্রসঙ্গত, দুর্নীতির জেরেই তৃণমূলে ভাঙন ধরছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। যেভাবে আবাস যোজনা, মিড ডে মিলে দুর্নীতি ধরা পড়েছে, কাটমানি নিয়ে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ারও অভিযোগ উঠেছে তৃণমূলের একাধিক নেতা-কর্মী থেকে বিধায়কের বিরুদ্ধে। এসবই এখন বিরোধীদের অস্ত্র। তার ওপর দলের তরফে টিকিট না পেয়ে অনেক অভিমানী শাসক কর্মীই নমিনেশন করেছেন বিরোধী কিংবা নির্দলের হয়ে। দিকে দিকে শুধুই অসন্তোষ-ক্ষোভ-বিক্ষোভ। চাওয়া পাওয়ার হিসেব না মেলায় কাটছে তাল। ঘটছে দল বদলের ঘটনা।