ধরাশায়ী বিজেপি! শক্তিবৃদ্ধি তৃণমূলের! দেবীপক্ষে হচ্ছে টা কী?

একের পর এক ছক্কা! শক্তি বৃদ্ধি তৃণমূলের। অব্যাহত পালাবদল। জেলায় জেলায় বিরোধী শিবিরে ভাঙন।

author-image
Pallabi Sanyal
New Update
aaaaaaaa

নিজস্ব প্রতিনিধি, খেজুরি : খেজুরিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন ৪০ জন বিজেপি নেতা কর্মী। খেজুরির কুঞ্জপুরে তৃণমূল কংগ্রেসের বিশাল যোগদান মেলা অনুষ্ঠিত হল। সাংসদ শান্তনু সেনের হাত ধরে হল যোগদান। খে পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পর থেকে বারে বারে খেজুরি ২ ব্লক উত্তপ্ত হয়ে উঠেছিল। এর আগে বিজেপির পঞ্চায়েত সমিতির আসনে জিতে বিজেপির ২ জন তৃণমূলে যোগদান করেছেন।

hiring.jpg