এক সাথে জয়েনিং একসাথে চাকরি হারা; অসহায় অবস্থা ভূঁইয়া পরিবারে!

রয়েছে স্বামী স্ত্রীর সার্ভিস লোন ২০ লক্ষ টাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
be5uip;l

File Picture

নিজস্ব সংবাদদাতা: একই সময়ে শিক্ষক হিসাবে চাকরিতে জয়েন স্বামী-স্ত্রীর, আর এক সাথেই চাকরি হারালেন দু’জনে। উভয়েরই বৃদ্ধ বাবা মা রয়েছে। শিক্ষক দম্পতির উপরই নির্ভর করত গোটা পরিবার। রয়েছে স্বামী স্ত্রীর সার্ভিস লোন ২০ লক্ষ টাকা। চাকরি হারিয়ে রীতিমতো অসহায় গোটা পরিবার। 

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু'নম্বর ব্লকের ধামকুড়া গ্রামের বাসিন্দা শান্তিনাথ ভূঁইয়া ও তার স্ত্রী রুবি চংদার। শান্তিনাথ হুগলির শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাইস্কুলের শিক্ষকতা করতেন, ফিলোজফি বিষয়ের ওপর। আর রুবি হুগলির গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন, ফিজিক্স-এর ওপর। 

শান্তির বৃদ্ধ মা পদ্মা ভুঁইয়ার দাবি, “সরকার দ্রুত গুরুত্ব সহকারে দেখুন তা না হলে আগামী দিন কি হবে আমরা জানি না। তবে শিক্ষক দম্পতির উভয়েরই দাবী আমরা দুজনেই শিক্ষাকতায় যোগ্য”। পুরো পরিবার সংবাদমাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়ে এদিন।