হরি ঘোষ, কাঁকসা: পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরি দপ্তরের উদ্যোগে চাকরি মেলা। কাঁকসার মলানদিঘীর বেসরকারি আইটিআই কলেজে এই মেলার উদ্বোধন করেন মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কারিগরি শিক্ষায় শিক্ষিত যুবক যুবতীরা নাম নথিভূক্ত করেন। চাকরির পরীক্ষাও দিতে দেখা যায়।
মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "এই ধরনের উদ্যোগ সারা রাজ্য জুড়ে চলছে। কারিগরি শিক্ষায় শিক্ষিত বেকার যুবক-যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছে। এই ধরনের উদ্যোগ প্রধানত সরকারি কলেজগুলোতেই হত। বর্তমানে বেসরকারি কলেজ গুলোও এগিয়ে যাচ্ছে। তাই বেসরকারি কলেজেও এই ধরনের সরকারি উদ্যোগ নেওয়া হচ্ছে। কারিগরি দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতেই হচ্ছে সেইসব ছাত্র-ছাত্রীদের নাম নথিভূক্তকরণ এবং পরীক্ষা। আর নতুন কাজের জায়গাও তৈরি হয়ে যাচ্ছে।" বেসরকারি কলেজের প্রিন্সিপাল সীমন্ত কুমার রায় বলেন, "আজকের মেলায় শুধু দুর্গাপুরেরই ছেলেমেয়েরা নয়, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর থেকেও বহু ছেলেমেয়ে এসেছে। তারা চাকরির পরীক্ষা দিচ্ছে। আমরা আশাবাদী আজকের এই মেলা থেকে ২০০-৩০০ জনের চাকরি সুযোগ হবে।"