BREAKING: কাশ্মীরের জঙ্গি হামলা নিয়ে মুখ খুলল চীন! পরিস্থিতি শান্ত করতে এগিয়ে এল
জগন্নাথ মন্দিরের হাত ধরে আরও জমকালো হবে দিঘার আর্থিক সমৃদ্ধি, মানছেন ব্যবসায়ী থেকে পর্যটকরাও
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত সাত
কংগ্রেস নাকি বিজেপির নেতা! এবার স্পষ্ট জানালেন শশী থারুর
আফ্রিদিকে 'জোকার' বলে উল্লেখ! বিস্ফোরক মন্তব্য করলেন আসাদউদ্দিন ওয়াইসি
ভারতের আট লক্ষ সেনা পহেলগাঁওয়ে হামলা আটকাতে পারল না! প্রাক্তন পাক ক্রিকেটারের তুমুল সমালোচনা
BREAKING: মুখ্যমন্ত্রীকে চিঠি!
আদালতে হাজির হওয়ার পর কী দাবি করলেন তাহাব্বুর রানা!
মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন মঞ্চে ডাকলেন পুলিশ অফিসারকে! তারপরেই থাপ্পড় মারার ইঙ্গিত

শতাধিক দুঃস্থ মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন জিতেন্দ্র তিওয়ারি

দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্র।

author-image
Adrita
New Update
ফ

নিজস্ব সংবাদদাতা, লাউদোহাঃ রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের ঝাঁঝরা গ্রামে শতাধিক দুঃস্থ মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দিলেন নেতা জিতেন্দ্র তেওয়ারি। এদিনের বস্ত্র বিতরণী অনুষ্ঠানে এসে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি সুজিত মুখার্জি প্রসঙ্গ তুলে জিতেন্দ্র তেওয়ারি বলেন, এই সুজিত মুখার্জিই বিগত বিধানসভা ভোটে নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জেতানোর জন্য বিভিন্ন জায়গা থেকে ব্যালটের ভোট তুলে নিয়ে এসে চোখের সামনে ভোট করিয়েছে। আর তার ফলেই তার আজ এই পরিণতি বলে জানান জিতেন্দ্র বাবু। তিনি বলেন তৃণমূল দলের যে লোক দলের জন্য আপ্রাণ চেষ্টা করে দলকে জেতানোর কাজ ফুরিয়ে গেলে সেই দল তাকে ছুড়ে ফেলে দেয় সুজিত মুখার্জি তার প্রমাণ। জিতেন্দ্রবাবু এই বিষয়ে উপমা তুলে বলেন যে তৃণমূল দল দলেরই একনিষ্ঠ কর্মীকে কাজ ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দিতে পারে তারা সাধারণ মানুষের হতে পারে না।

এই বিষয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান জেলা পরিষদের খাদ্য-কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি জানান, তিনি দলে আর ব্লক সভাপতি নেই তবে তিনি তৃণমূলেই আছেন বর্তমানে তিনি জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ। সুজিত বাবু বলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করে অতীতেও চলেছেন আগামী দিনেও চলবেন, তৃণমূলের হয়ে দুর্গাপুর ফরিদপুর ব্লকে যেই দাঁড়াক না কেন তার জয়লাভ সুনিশ্চিত করতে তিনি আগের মতই আপ্রাণ চেষ্টা করবেন।