রাজ্যে গণপিটুনি বাড়ছে! মুখ্যমন্ত্রী মমতা নিলেন বড় স্টেপ

রাজ্যে গণপিটুনির ঘটনায় মুখ্যমন্ত্রীর পদক্ষেপের জের।

author-image
Anusmita Bhattacharya
New Update
COVERpitu

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: গত কয়েক দিন আগে ঝাড়গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে ২৩ বছরের এক যুবকের মৃত্যু হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় ও তার ২২ বছরের এক বন্ধুও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। উল্লেখ্য, স্কুটি নিয়ে যাওয়ার সময় খাটকুড়াতে কিছু অপরিচিত ব্যক্তি তাদের চোর সন্দেহে মারধর করে। চিকিৎসাধীন অবস্থায় ৯ দিনের মাথায় একজনের মৃত্যু হয়েছিল। 

এই ঘটনার পর এফ আই আর দায়ের হয় থানায়। তদন্তের পর পুলিশ ২ জনকে গ্ৰেফতার করে। ঘটনায় আরো কেউ জড়িত কিনা ,খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনার পর নবান্নর বৈঠকে মুখ্যমন্ত্রীর তীব্র রোষের মুখে পড়তে হয় পুলিশ প্রশাসনকে। মুখ্যমন্ত্রী জানান যে এই ধরনের গণপিটুনির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়, পুলিশকে আরো সতর্ক হতে হবে। নজর রাখতে হবে নিজেদের এলাকায়। পুলিশকে লক্ষ্য করে এই বিষয় নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ওই গণপিটুনির ঘটনায় মৃতের পরিবারকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন। আর এই ঘোষণার পর শোকের মাঝেও পরিবারে জাগল আশা। মৃত যুবকের মা জানিয়েছেন, 'আমরা খুব খুশি। মুখ্যমন্ত্রী আমাদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমরা চাই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কঠোর শাস্তি হোক'।

 

Adddd