নিজস্ব প্রতিনিধি, খড়গপুর: ৩০ জুলাই সকালে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া-সিএসএমটি এক্সপ্রেসের বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হওয়ার পরে ২ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি প্রায় ভোর ৩.৪৫- এর দিকে ঘটেছিল। এর পরে দুর্ঘটনা ত্রাণ চিকিৎসা সরঞ্জাম নিয়ে কর্মী এবং চক্রধরপুর রেলওয়ে স্টেশনের অতিরিক্ত বিভাগীয় রেলওয়ে ম্যানেজার পরিস্থিতি পরিচালনা করতে ঘটনাস্থলে যান। রেলওয়ের মেডিকেল টিম ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে। আহত ব্যক্তিরা সকলেই ভারতীয় রেলের মেডিকেল টিমের কাছ থেকে প্রাথমিক চিকিৎসা পেয়েছেন।
এবার জানা গেল যে খড়গপুর থেকে পাঠানো হয়েছে ১৪০ টনের ক্রেন, ২টি অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন, জেনারেল ম্যানেজার স্পেশাল ট্রেন ও চিফ রেলওয়ে সেফটি ট্রেন। ঘটনাস্থলের উদ্দ্যেশ্যে রওনা দিয়েছেন চিফ রেলওয়ে সেফটি অফিসার।