নতুন অতিথিকে আপ্যায়ন, বিষাদের মধ্যে খুশির হাওয়া ঝাড়গ্রামে
ঝাড়গ্রামের চিড়িয়াখানা থেকে একটি পূর্ণাঙ্গ পুরুষ ও দুটি শিশু লেপার্ডকে কোচবিহারের রসিকবিলে পাঠানো হয়েছে। যার ফলে মন খারাপের আবহ তৈরি হয়েছিল। এর মধ্যেই ঝাড়গ্রাম চিড়িয়াখানায় নতুন অতিথিদের আপ্যায়ন।
নিজস্ব সংবাদদাতা: দিন কয়েক আগেই একটি পূর্ণাঙ্গ পুরুষ ও দুই শিশু লেপার্ডকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের রসিকবিলে। ফলে মন খারাপের আবহ তৈরি হয়েছিল ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায়। তবে সেই মন খারাপের আবহ বেশিদিন স্থায়ী হল না, কারণ আরও ছয়জন নতুন অতিথির আগমন হয়েছে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানায়। যার মধ্যে রয়েছে চারটি ম্যাকাও ও দুটি সজারু।
শীত পড়তেই ঝাড়গ্রামে ঢল নেমেছে পর্যটকদের। সব হোটেল, রিসোর্ট, লজে ঠাঁই নেই অবস্থা। এমনকি হোম স্টে গুলির বুকিংও প্রায় ফুল। এই পরিস্থিতিতে ঝাড়গ্রামের মূল আকর্ষণ মিনি চিড়িয়াখানায় নতুন অতিথিদের আগমন নতুন করে খুশির জোয়ার নেমে এসেছে।
তিন চিতাবাঘ চলে গেলেও তিনটি ম্যাকাও ও দুটি সজারু আসায় নতুন করে উন্মাদনা দেখা দিয়েছে ঝাড়গ্রামবাসীদের মধ্যে। সেই সঙ্গে পর্যটকদের মধ্যেও আনন্দের আবেশ।