বেহাল রাস্তা! ফুঁসছে সাঁকরাইলের গোবিন্দপুর

গ্রামের রাস্তার অবস্থা খারাপ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-03-10 at 8.18.25 PM

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: কমবেশি দেড় কিলোমিটারের মতো ভাঙ্গাচোরা রাস্তা। সেটাকেই কংক্রিটের রূপ দেওয়ার জন্যে বরাদ্দ হয়েছে সাংসদ তহবিলের টাকা। কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ড। অথচ বছর ঘুরে গেলেও, কাজ এগোয়নি এতটুকু। ছবিটা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামের পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত। অভিযোগ, কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধাও হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা। জেলা প্রশাসন এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা।

গোবিন্দপুর গ্রামের বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্যে, তৃণমূল নেতৃত্বকেই কাঠগড়ায় তুলেছেন সাঁকরাইল মণ্ডল কমিটির বিজেপি সদস্য প্রসেনজিৎ নায়েক। রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ার যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকেই ঠেলেছেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ।

roadiss

মাস কয়েক পরেই বর্ষার মরসুম। অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপানউতোর এখনও অব্যাহত। অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোড়জোড়ও শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা।