জঙ্গলে ঘেরা ঝাড়গ্রামে আলো ছড়াচ্ছে এই পুজো মণ্ডপ

এছাড়া গোটা মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে ত্রিশূলের সৌকর্যে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
nhjyujuii

File Picture

নিজস্ব সংবাদদাতা: মহিলাদের দ্বাড়াই মায়ের পুজো। অসুরদলনি মা দুর্গা নিজেই নারী। তাই মেয়েদের হাতেই মায়ের পূজো। জঙ্গল অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার অন্যতম মহিলা পুজো কমিটি হল পদ্মজা সার্বজনীন দুর্গোৎসব। এবারে তাদের দুর্গাপুজোর ২৭ তম বর্ষে পদার্পণ করেছে।
এবারে তাদের থিম ত্রিশূল। 

এই ত্রিশূল দিয়েই দেবী দুর্গা বধ করেছিলেন মহিষাসুরকে। যখন অসুর দ্বারা পরিপূর্ণ হয়ে গিয়েছিল স্বর্গলোক, ঠিক সেই সময় দেবতাগণ এক নারীকে তৈরি করেছিলেন। সেই নারীর নেই কোন পিতা মাতা, সেই নারী দেবী দুর্গা। দেবীর অসুর বধের সেই মূল অস্ত্রকে উপলক্ষ করেই এই ভাবনা বলে জানিয়েছেন পুজো কমিটির কর্মকর্ত্রীরা। 

hyikiloi

প্রথম দিন থেকেই এই পুজো দেখার জন্য প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে। জঙ্গলমহল অধ্যুষিত এলাকায় এই পুজো বরাবর আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। মণ্ডপের অগ্রভাগে রয়েছে বিরাট ত্রিশূল। এছাড়া গোটা মন্ডপ সাজিয়ে তোলা হয়েছে ত্রিশূলের সৌকর্যে। 

gnhnjhkuik

মহিলারা এই পুজোর প্রথম থেকে কারিগর। ঢাক বাজানো থেকে শুরু করে বিসর্জনের যাবতীয় কাজকর্ম নিজেরাই সমাধা করেন তারা। ঝাড়গ্রামের ঘোড়া ধরা পাওয়ার হাউস রোডে এই পুজো দেখার জন্য ঝারগ্রাম শহর এবং বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ ছুটে আসেন। শুধুমাত্র গ্রামের গৃহবধূ রাই নয় গ্রামের মেয়েরাও এই পুজোর অগ্রভাগে থাকেন। তবে মহিলাদের সঙ্গে সঙ্গে পুরুষেরাও এই পুজোয় অংশগ্রহণ করে থাকেন।