হাতির তাণ্ডব! কেন হচ্ছে না সুরাহা? ক্ষোভে পথ অবরোধ

দীর্ঘদিন ধরে ঝাড়গ্রাম জেলায় তাণ্ডব চালাচ্ছে হাতি। একটা-দুটো নয়, রীতিমতো হাতির দল ঢুকে পড়েছে গ্রামে। আশঙ্কা থেকে বিরক্ত হচ্ছে সাধারণ মানুষ।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2023-08-20 at 2.42.26 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: হাতির তাণ্ডবের জেরে পথ অবরোধ করে ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের সিদাকুড়া এলাকায় বিক্ষোভ। হাতির তাণ্ডবে নাজেহাল অবস্থা ঝাড়গ্রামবাসীর। সারাবছর ধরেই হাতির তাণ্ডব চলতে থাকে ঝাড়গ্রাম জেলায়। গতকাল রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিদাকুড়া,  কেন্দুডাংরি এলাকায় তাণ্ডব চালায় ৬০-৭০ টি একটি হাতির দল। ক্ষতিগ্রস্ত বিঘার পর বিঘা চাষ জমি। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাস্থলে সাঁকরাইল থানার পুলিশ। পথ অবরোধের জেরে কেশিয়াপাতা গজাশিমূল রাস্তায় যানজট এবং এলাকায় উত্তেজনা। গ্রামবাসীদের অভিযোগ হাতি দীর্ঘদিন এলাকায় তাণ্ডব চালালেও ব্যবস্থা গ্রহণ করে না বনদফতর, মেলে না ক্ষতিপূরণ। ক্ষোভে সাঁকরাইলের সিদাকুড়া এলাকায় সকাল থেকেই পথ অবরোধ।