নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম ব্লকের পুতরঙ্গি খালের উপর গ্রামবাসীদের উদ্যোগে তৈরি হল বাঁশের সেতু। ঝাড়গ্রাম ব্লকের ছোটচাঁদাবিলা থেকে পাঁচামি যাওয়ার মাঝে রয়েছে পুতরঙ্গি খাল। পুতরঙ্গি খালের উপর এলাকাবাসির সেতু নির্মাণএর দাবি দীর্ঘদিনের। ২০১৮ সাল থেকে সেতু নির্মাণের দাবিতে গ্রাম বাসীরা পথ অবরোধ থেকে একাধিক আন্দোলন করেছেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হয়নি। একটু বৃষ্টি হলে ওই খাল জলে ডুবে যায়। ওই খালের একপাশে ঝাড়গ্রাম ব্লক ও অন্য পাশে জামবনি ব্লক। যার ফলে ওই দুটি ব্লকের প্রায় ৩৫ টি গ্রামের মানুষ চরম সমস্যায় পড়েছেন। ওই খাল পেরিয়ে ছেলে-মেয়েদের স্কুলে যেতে যেমন সমস্যা হয়, তেমনি অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়েন এলাকার বাসিন্দারা।
তাই প্রশাসনকে গ্রামবাসীরা বার বার জানানো সত্বেও ওই খালের উপর কোনও সেতু তৈরি না করায় সোমবার গ্রামবাসীদের উদ্যোগে গ্রামবাসীরা বাঁশ, কাঠ জোগাড় করে স্বেচ্ছাশ্রম দিয়ে একটি বাঁশ ও কাঠের সেতু তৈরি করেন বলে জানালেন ওই এলাকার বাসিন্দা কাঞ্চন মাহাতো। তিনি বলেন যে এই বাঁশ ও কাঠ দিয়ে সেতুটি তৈরি হওয়ায় ঝাড়গ্রাম ও জামবনি ব্লকের প্রায় ৩৫ টি গ্রামের মানুষ যাতায়াত করতে পারবেন। ছেলে মেয়েদের স্কুলে যেতে আর কোনও সমস্যা হবে না। গ্রামবাসীরা পুতরঙ্গি খালের উপর সেতু তৈরি করায় খুশি।