নিজস্ব সংবাদদাতা: কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় যে কয়েকজন পর্যটক মারা গেছেন তাদের মধ্যে একজনের বাড়ি পুরুলিয়া জেলার ঝালদাতে। মৃত পর্যটকের নাম (মনীষ রঞ্জন)।ঝালদায় আমাদের প্রতিনিধি হরিনারায়ণ সূত্রধর রয়েছে।তাকে আমি জানিয়েছি।