নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুরঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ক্ষোভের আঁচ মেদিনীপুরেও। দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামল বাম ছাত্র সংগঠন এআইডিএসও। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ক্যাম্পাসের মধ্যে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যুর প্রতিবাদে নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে তোলার দাবিতে সোমবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় গেটে বিক্ষোভ-অবস্থান কর্মসূচী করে এআইডিএসও। মেদিনীপুর শহরের অশোকনগর থেকে মিছিল করে গিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় এআইডিএসও। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুজিত জানা, সিদ্ধার্থ শংকর ঘাঁটা সহ অন্যান্যরা। সিদ্ধার্থ বলেন, "নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং র্যাগিং মুক্ত ক্যাম্পাস গড়ে ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি করেছি আমরা।" তিনি আরও বলেন, "এই ঘটনার স্থায়ী সমাধানের জন্য ছাত্রসমাজকে শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার আন্দোলন গড়ে তোলার মধ্য দিয়ে সমাজে ঘটে চলা নানান অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। আগামী দিনে ছাত্র সমাজের ওপর নেমে আসা সমস্ত অন্যায়ের বিরুদ্ধে এআইডিএসও আন্দোলন চালিয়ে যাবে।" এখন পর্যন্ত ছাত্র মৃত্যুর ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, 'স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা রাজ্যের মানুষকে আতঙ্কিত করেছে। যাদবপুর সহ রাজ্যের মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের পর দিন হোস্টেলে জুনিয়র ছাত্রদের উপরে র্যাগিং চলছে যার পরিণতি হিসেবে স্বপ্নদীপের এই মর্মান্তিক মৃত্যু। বিগত দিনগুলোতেও এই ধরনের ঘটনা ঘটেছে কিন্তু কর্তৃপক্ষ এই বিষয়ে কঠোর পদক্ষেপের পরিবর্তে উদাসীন থেকেছে৷ তাই রাজ্য তথা দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র 'হত্যা' পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক মনোভাবের মানুষের মনে প্রবল আতঙ্কের সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয়ের যে বা যারাই এই নিষ্ঠুর হত্যার সঙ্গে যুক্ত তাদেরকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে।'