নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডে মানুষ ক্ষোভে ফুঁসছে। আনন্দ-উৎসব থাকলেও, কোথাও একটা মনে চাপা যন্ত্রণা অনুভব করছেন প্রায় প্রত্যেকেই। ‘উৎসবে ফিরছি না’ কোথাও গিয়ে আজ যেন বাস্তব। কিন্তু মেয়েদের ওপর কি অত্যাচার কমছে? উত্তরটা না।
আরজি করের ঘটনার থেকেও কোনও শিক্ষা হয়নি। ফের এক চতুর্থ শ্রেণীর নাবালিকা এমনই পাশবিক অত্যাচারের শিকার হল। অকালে হারালো প্রাণ। নির্বিকার সেই প্রশাসন!
ঘটনা জয়নগর এলাকার। চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর দেহ উদ্ধারকে ঘিরে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগণার জয়নগর এলাকা। ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ ক্যাম্প থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। আর এরই মধ্যে রাজ্যের এই পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই সাংবাদিক বৈঠকে সুকান্ত মজুমদার বলেন, “মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী। দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের”। একই সাথে এই ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেন বালুরঘাটের সাংসদ। তিনি আর কি বলেছেন আসুন শুনে নিই -