বন্যা কবলিত এলাকা ঘুরে দেখে ত্রাণ বিলি করলেন জাভেদ খান ও বিধায়ক হুমায়ুন কবীর

বন্যা কবলিত গোটা এলাকা।

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
coverইয়থ্য্য

নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ কাঁসাই নদীর জলস্তর নেমেছে। তবে ডেবরা ব্লকের এখনও বেশ কয়েকটি গ্রাম জলমগ্ন। ডেবরার ত্রিলোচনপুর, চকঅর্জুনী, খাজুরি, চকমাধুরী, মধুবনপুর, বীরসিংহপুরসহ একাধিক এলাকা জলমগ্ন।

ইলেকট্রিক কানেশসান দেওয়ায় পানীয় জলের অভাব কিছুটা কমেছে। ত্রাণ শিবিরগুলো এখনও চলছে।অপরদিকে গতকাল বিকেলে ডেবরার জোতহাড়ো এলাকায় বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে হাজির হন রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান। তার সঙ্গে ছিলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।

এদিন স্পীড বোটে প্রায় ৫০ টির বেশী পরিবারকে ত্রাণসামগ্রী তুলে দেন মন্ত্রী। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বহু মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এক গলা জলে দাঁড়িয়েই ত্রাণ নিচ্ছেন বন্যা দুর্গতরা। সমস্ত রকম ব্যবস্থা করা হবে বলে জানান মন্ত্রী। তিনি আরও জানান যে, ' ত্রাণ সামগ্রীর পরিমাণ আরো বাড়ানো হবে। মানুষকে যতটা সাহায্য করা সম্ভব আমরা করবো। ' 

i